ক্রিকেটকে হুমকিতে ফেলছে টেম্পারিং-স্লেজিং: রিচার্ডসন

ডেভিড রিচার্ডসনঅস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি ক্রিকেট নিয়ে ভাববার নতুন খোরাক যুগিয়েছে। চেতনা বিরোধী হওয়ায় এমন কাণ্ড ক্রিকেটের জন্যে হুমকি স্বরূপ বলেই মনে করেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের অখেলোয়াড়ি মনোভাব, স্লেজিংয়েরও সমালোচনা করেছেন।

লর্ডসে এমসিসির স্পিরিট অব ক্রিকেট বিশেষ ভাষণ দিতে অংশ নিয়েছিলেন রিচার্ডসন। সেখানে চলমান টেম্পারিং বিতর্ক ও ক্রিকেটের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আইসিসির প্রধান নির্বাহী। তিনি মনে করেন, ‘ক্রিকেটের ডিএনএ নির্ভর করে সততার ওপর।’ কিন্তু কেন এই সততার প্রসঙ্গ? এর ব্যাখ্যা পরিষ্কার করেছেন রিচার্ডসন, ‘সম্প্রতি আমরা অখেলোয়াড় সুলভ আচরণ দেখতে পাচ্ছি। যেগুলো বিপদ বাড়াচ্ছে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন।’

স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের নির্লজ্জ ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে।  বল টেম্পারিংয়ের প্রতারণামূলক কাণ্ড আঙুল দিয়ে দেখিয়েছে কোথায় সব গলদ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসিও বিষয়টি দেখছে সেভাবে, ‘ যেই বার্তা পেয়েছি সেটা পরিষ্কার, প্রতারণা প্রতারণাই। আর এর জন্যে আমরা কাজ করতে আসিনি।’