রজার্স কাপের শিরোপা নাদালের

রাফায়েল নাদালজন্মদিনে ইতিহাস গড়া হলো না গ্রিক স্টেফানোস সিটসিপাসের। দৈত্য বধ করে আলোড়ন ফেলে দেওয়া তরুণের সাফল্য যাত্রা থামিয়ে দিয়েছেন রাফায়েল নাদাল। রজার্স কাপের শিরোপা ঘরে তুলেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর নাদাল।

সিটসিপাস আগের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুললেও ফাইনালে নাদালের সঙ্গে পেরে উঠেননি। ডমিনিক থিয়েম, নোভাক জোকোভিচ ও অ্যালেক্সান্দার জেরেভকে হারিয়ে নাদালের কাছে তিনি হেরে গেছেন ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন গ্রিক অবাছাই সিটসিপাস। দ্বিতীয় সেটের ১২তম গেমে সেট পয়েন্ট পেয়ে পরে তা আর জয়ে রূপ দিতে পারেননি।

২০তম জন্মদিনে হেরেও অন্যরকম কীর্তি গড়া হয়ে গেছে সিটসিপাসের। ২০০৮ সালের পর রজার্স কাপের ফাইনালে উঠেছেন অবাছাই কোনও তরুণ। একই সঙ্গে দৈত্য বধের তালিকা লম্বা করেছেন টুর্নামেন্টে। ফাইনালে অসাধ্য সাধন করার লক্ষ্য নিয়ে নামলেও প্রতিপক্ষ ৩২ বছর বয়সী নাদাল ছিলেন চোয়ালবদ্ধ মানসিকতায়।

অপর দিকে মেয়েদের এককে শিরোপা ঘরে তুলেছেন রোমানিয়ার সিমোনা হালেপ। যুক্তরাষ্ট্রের স্লোয়েন স্টিফেন্সকে ৭-৬ (৮-৬), ৩-৬, ৬-২ গেমে হারিয়েছেন হালেপ।