১০ মিটার এয়ার পিস্তলে শাকিল ২২তম

শাকিল আহমেদ।

আব্দুল্লাহ হেল বাকির মতো শুটিংয়ে সুখবর দিতে পারেননি শাকিল আহমেদ। কমনওয়েলথ গেমসে রূপা জিতলেও এশিয়ান গেমসে খালি হাতে ফিরছেন শাকিল। ১০ মিটার এয়ার পিস্তলে ৪০ জনের মাঝে ২২তম হয়েছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তার করা এই শুটার। 

২২তম হলেও এশিয়াডে ক্যারিয়ার সেরা স্কোর করেছেন শাকিল। এবার তার স্কোর ছিল ৫৭০। কমনওয়েলথ গেমসে অবশ্য তার স্কোর ছিল আরও কম- ৫৬৩।

এদিকে ১০ মিটার এয়ার পিস্তলে অভিষেকেই আলো ছড়িয়েছেন ভারতীয় কিশোর সৌরভ চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তলে জিতেছেন স্বর্ণ। এশিয়ান গেমসে নতুন রেকর্ড স্কোর করা সৌরভের অর্জন ছিল ২৪০.৭। ২৩৯.৭ স্কোর করে রৌপ্য পদক জিতেছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের মাতসুদা। ব্রোঞ্জ জিতেছেন ভারতের অভিষেক ভার্মা।