যুক্তরাষ্ট্রে খেলতে অনুমতি চেয়েছে লা লিগা

লা লিগার একটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের মাটিতেআগামী বছর থেকে লা লিগার একটি ম্যাচ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগেই বেছে নেওয়া বার্সেলোনার সঙ্গে জিরোনার সেই হোম ম্যাচটি যাতে ঠিক-ঠাকভাবে হয় সেজন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অনুমতি চেয়েছে লা লিগাসহ সংশ্লিষ্ট দুই ক্লাব।

স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে আগামী বছরের ২৬ জানুয়ারি একটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। স্প্যানিশ লিগের একটি দলকে তাদের একটি হোম ম্যাচ সেখানে খেলতে হবে। তার অংশ হিসেবে জিরোনার হোম ম্যাচটি ২৬ জানুয়ারি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ বার্সেলোনা।      

ম্যাচটি সম্পন্ন করতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন, ইউএস সকার ফেডারেশন, উয়েফা ও কনকাকাফের অনুমোদন প্রয়োজন।

এর আগেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস এই পদক্ষেপের বিপক্ষে উচ্চকণ্ঠ ছিলেন। স্প্যানিশ খেলোয়াড়দের ইউনিয়ন শুরুতে বিরুদ্ধে মত দিলেও। তারা সবশেষ সভার পর জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খেলোয়াড়রাই!

আনুষ্ঠানিকভাবে এখন অনুমোদন প্রত্যাশী হওয়ায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন কী করে সেটাই এখন দেখার। কারণ ইতোমধ্যে জিরোনাকে আর্থিকভাবে ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।  তাতে রাজিও হয়েছে জিরোনা।