ডাচদের কাছে বিধ্বস্ত জার্মানি

ডেপাইয়ের গোল উৎসব।উয়েফা নেশন্স লিগে ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি জার্মানি। নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লিগ এ-তে গ্রুপ ১-এ দুই ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১!

জার্মানদের বিপক্ষে পুরোপুরি সুযোগের সদ্ব্যবহার করে খেলেছে ডাচরা। অথচ এই দলটাই বাছাই পর্ব পার হয়ে খেলতে পারেনি বিশ্বকাপ। এতদিন এই জার্মানদের সামনে পেলেই খেই হারাতো। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১৬ বছরের সেই খরা কাটিয়ে তাদের বিধ্বস্ত করেছে দারুণ প্রদর্শনীতে।

অথচ বল দখলের লড়াইয়ে পুরো মাঠ দাপিয়ে বেরিয়েছিলো জার্মানিই। তাদের সেই দাপিয়ে বেরানো ডাচরা ব্যর্থ করে দিয়েছে পাল্টা আক্রমণে। ৩০ মিনিটে আক্রমণে কর্নার থেকে বল পেয়ে হেড করে দলকে এগিয়ে নেন ভারজিল ভন ডাইক।

পরের দুই গোল পেতে অবশ্য সময় নিয়েছে নেদারল্যান্ডস। একেবারে শেষ দিকে ৮৬ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। ইনজুরি সময়ে জর্জিনিয়ো ভিনালডামের গোলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।

এ বছরটায় নিজেদের ছায়া হয়েই আছে জার্মানি। ১০ ম্যাচে তাদের জয় মাত্র তিনটিতে। রাশিয়া বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে লজ্জা নিয়ে। লিগে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।