২০১৯ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তায় মালিঙ্গা

লাসিথ মালিঙ্গা।বেশ কয়েক মাস আগেও বাতিলের খাতায় ছিলেন লাসিথ মালিঙ্গা। সাম্প্রতিক ফর্মে জাতীয় দলে ফিরে সেই পুরনো মালিঙ্গা হওয়ার বার্তা দিচ্ছেন। তারপরেও আসন্ন ২০১৯ বিশ্বকাপে নিজের খেলা নিয়ে নিশ্চিত নন লঙ্কান টো ক্রাশার।

সামনের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ মনে করলেও ম্যানেজমেন্টর ইচ্ছায় নির্ভর করছে সব। তেমন সংশয়ের কথাই বলেছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর। ম্যাচটিতে ৫ উইকেট নিয়ে ইংলিশদের ২৭৮ রানে রুখে দেওয়ার কৃতিত্বটা অভিজ্ঞ এই পেসারেরই। তার পরেও আসন্ন বিশ্বকাপে অনাহুত মনে করছেন নিজেকে, ‘মনে করি আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলেই বিশ্বকাপে খেলতে পারবো। এটা আমার শেষ বিশ্বকাপ হবে। তবে আমার মনে হয় না আমার সেই সুযোগটা মিলবে। সম্প্রতি আমাকে নিয়ে যা হচ্ছে তাতে এমনই মনে হচ্ছে। তবে আমাকে সুযোগ দিলে আমি তা লুফে নেবো।’

দীর্ঘ দিন ধরে ৫০ ওভারের টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। এমনকি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট না খেলে ব্যস্ত ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের পরামর্শক হয়ে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ প্রদর্শনী করেই জাতীয় দলে ফেরার পথটা সুগম করেছেন আবার। তাই সব কিছু নির্বাচকদের ওপরই ছেড়ে দিলেন লঙ্কান টো ক্রাশার, ‘নির্বাচকরাই সব সিদ্ধান্ত নেওয়ার জন্য বিবেচিত। আমি শুধু মাত্র একজন খেলোয়াড়, আমার কাজটা হচ্ছে যখন সুযোগ পাবো তখনই খেলবো। যখন দলের বাইরে ছিলাম আমি কানাডায় খেলেছি। ঘরোয়া টুর্নামেন্টেও খেলেছি। সেখানে সর্বোচ্চ উইকেটও আমার। এমন পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছি। ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে এমন ফর্ম ফিরে পাওয়ায় সত্যি ধন্য। এখন আরও উইকেট নিতে আমি মুখিয়ে আছি।’