মেয়েদের ফুটবলের সঙ্গে ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। গত কয়েক বছরে ফুটবলে সৌরভ ছড়িয়েছে মেয়েরা। তাদের কৃতিত্বে এবার বড় রকমের স্পন্সর পেলো বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৬ বছরের জন্য মেয়েদের ফুটবলের পৃষ্ঠপোষক হয়েছে ঢাকা ব্যাংক। মঙ্গলবার বাফুফের সঙ্গে ব্যাংকটির আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে।

এই চুক্তির অধীনে মেয়েদের বিভিন্ন বয়সভিত্তিক দলসহ জাতীয় দলের দেখভালের দায়িত্ব নিয়েছে ঢাকা ব্যাংক। এর ফলে আগামী বছরের জানুয়ারি থেকে মেয়েরা বেতনের আওতায় চলে আসবে। তাদের থাকা-খাওয়া লেখাপড়াসহ অন্যান্য কর্মকাণ্ডও তখন চলে আসবে এই চুক্তির আওতায়।

মেয়েদের ফুটবলে অংশীদার হতে পেরে ঢাকা ব্যাংকও বেশ উচ্ছ্বসিত। ব্যাংকটির চেয়ারম্যান রেশাদুর রহমান জানান, ‘খেলাধুলার কোন বিকল্প নেই। মেয়েরা সাফল্য পাচ্ছে। আমরা এখানে আসতে পেরে খুশি।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও বেশ আনন্দিত। মেয়েদের ফুটবলের উন্নয়নে যে বাফুফের একার পক্ষে সম্ভব না। সেই কথা জানালেন সংবাদ সম্মেলনে, ‘মেয়েদের ফুটবলের উন্নয়ন করা একার পক্ষে সম্ভব না। এখানে সবার সহযোগিতা দরকার। এটা তো দেশের দল। ঢাকা ব্যাংক এগিয়ে এসেছে। আশা করছি ব্যাংক যেই উদ্দেশ্য নিয়ে এসেছে মেয়েরা তা পূরণ করতে পারবে।’

জাতীয় অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী ঢাকা ব্যাংককে ধন্যবাদ দিয়েছেন তাদের সহযোগিতার জন্যে, ‘এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ। তারা যেই প্রত্যাশা নিয়ে এসেছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করবো।’