আইপিএল নিলামে নেই মোস্তাফিজ

 

মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন এ বছর।বিশ্বকাপ সামনে থাকায় মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে আগেই সংশয় ছিলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তেমন আশঙ্কায় এবারের আইপিএল নিলামে নেই বাঁহাতি এই পেসার। বিসিবি তাকে এনওসি দেয়নি বলেই নিলামে উঠছে না তার নাম।

গত জুনে টি-টোয়েন্টি লিগ নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয় তারা মোস্তাফিজের এনওসি দেওয়ার বিপক্ষে। তারকা এই পেসার ইনজুরি প্রবণ হওয়ায় তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিবি। তাই আপাতত তাকে জাতীয় দলের জন্য সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ ম্যানেজমেন্ট।

আইপিএল নিলাম আসন্ন হওয়ায় সম্ভাব্য তালিকায় মোস্তাফিজুর রহমানের নাম না থাকার পরেই জানা যায় তাকে এনওসি না দেওয়ার কথা।  ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট।  ২০১৭ সালে খেলার সুযোগ হয় মাত্র একটি ম্যাচে। এ বছর মুম্বাই ইন্ডিয়ান্সে খেললেও সেখানে খেলেছেন ৭ ম্যাচ। এরপর এই বছরেই তাকে ছেড়ে দেয় মুম্বাই।

মোস্তাফিজুর রহমান না থাকলেও এবারের নিলামে যাদের নাম থাকবে এরা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, লিটন দাস, ও নাঈম হাসান। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ সাকিবকে রিটেইন করায় এনওসি প্রাপ্তির ভিত্তিতে খেলবেন তিনি। আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।