ব্যাটিং করতে পারবেন লিটন

স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় লিটনকে।লিটন ভক্তদের জন্য সুখবর। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করতে কোন সমস্যা নেই চোট পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যানের। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার সাব্বির খান।

ওশানে থমাসের গতিময় ইয়ার্কার লেন্থের বল ডানপায়ের গোড়ালির পেছনে আঘাত হানে লিটনের। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এমন আঘাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। লিটনের পরিবর্তে ব্যাটিংয়ে নামেন ইমরুল কায়েস।

এর পর দ্রুত এক্সরে করাতে স্টেডিয়ামের কাছে ডিজিল্যাবে নিয়ে যাওয়া হয় লিটনকে। তবে এক্সরে রিপোর্ট কোনো চিড় ধরা পড়েনি। মাঠে ফিরে এসেছেন তার পরেই। এই মুহূর্তে ড্রেসিংরুমে আছেন। ব্যথা কমলে ব্যাটিং করবেন তিনি। এ ব্যাপারে সাব্বির খান জানান, ‘লিটনের এক্স করা হয়েছে। তবে রিপোর্ট ইতিবাচক। আশা করি সে ব্যাটিং করতে পারবে।’

লিটন ফিরে যাওয়ার পর ক্রিজে নামেন ইমরুল। তিনি অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি। থমাসের বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন।