জয় অব্যাহত রাখতে কুমিল্লার মুখোমুখি খুলনা

সিলেটে অনুশীলনে খুলনা টাইটানস।সিলেটে হারের বৃত্ত ভাঙা খুলনা টাইটানসের সামনে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহীর বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে আজ শুক্রবার কুমিল্লার মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে।

এর আগে দুপুর দুইটায় সিলেট সিক্সার্স খেলবে সাকিবের দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি।

সেরা চার নিশ্চিতের লক্ষ্যে খুলনা টাইটানসের জন্য সামনের সবগুলো ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে কুমিল্লার মুখোমুখি হচ্ছে খুলনা। ৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট তাদের। অন্যদিকে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে খুলনার বিপক্ষে প্রথমবার লড়তে যাচ্ছে তারা।

কুমিল্লার বিপক্ষে খুলনার একাদশে লাসিথ মালিঙ্গার খেলার সম্ভাবনা রয়েছে। লঙ্কান এই ক্রিকেটার সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও রাজশাহীর বিপক্ষে ম্যাচটি ড্রেসিংরুমে বসেই দেখেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমবারের মতো হয়তো খুলনার জার্সিতে মাঠে নামবেন! এর বাইরে একাদশে ফেরার সম্ভাবনা আছে পল স্টারলিংয়েরও।

ঢাকায় টানা চার ম্যাচ হেরে আগের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের স্বাদ পায় খুলনা। ওই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত মাহমুদউল্লাহর দল। আরিফুল হক ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন অভিন্ন লক্ষ্যের কথা। অতীত ভুলে সামনের ম্যাচ নিয়ে ভাবতে চান তারা, ‘আমাদের এখন কালকের ম্যাচ আর পরশুর ম্যাচ বলে কোন কথা নেই। আমরা যা হেরে গেছি সেইসব এখন অতীত। আমাদের এখন চিন্তা হলো ম্যাচ জেতা। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমাদের নিজেদের কাজগুলো ঠিক মতো করতে চাই। আশা করি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো।’