লুকায় সন্তুষ্ট বাবা জিদান

জিনেদিন জিদান। লা লিগায় হুয়েস্কার বিপক্ষে নিজের ছেলে লুকা জিদানকে শুরুর একাদশে নামিয়েছেন জিনেদিন জিদান। যাকে বলা হচ্ছে ‘চমক’। রিয়াল মাদ্রিদের হয়ে আগে অভিষেক হলেও বার্নাব্যুতে এবারই প্রথম অভিষেক হলো তার। দুটি গোল হজম করলেও তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বাবা ও রিয়াল মাদ্রিদ কোচ জিদান।

জানালেন ছেলের জন্য খুবই আনন্দিতবোধ করছেন তিনি, ‘ওর জন্য আজকে খুব খুশি আমি। আজকেই বার্নাব্যুতে অভিষেক হলো, তবে তৃতীয় গোলকিপার হিসেবে ওর অবস্থান খুবই শক্ত।’

প্রথম পছন্দের গোলকিপার থাকার পরেও কেন লুকা জিদান? এর ব্যাখ্যা অবশ্য দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ, ‘কোর্তোয়া আনফিট আবার কেইলর নাভাসকে বিশ্রাম দিতে চেয়েছি। সে কারণেই লুকা দলে।’

তবে লুকাকে নেওয়ার পেছনে তার যে যোগ্যতা ও মেধা বিবেচ্য হয়েছে সেটাই মনে করিয়ে দিয়েছেন জিদান, ‘রিয়াল মাদ্রিদের নিচু সারির দলে ১৬ বছর ধরে লুকা রয়েছে। কিন্তু ওর যথেষ্ট যোগ্যতা ও ব্যক্তিত্ব রয়েছে।’

তিনি আরও জানালেন, নিজের ছেলে বলে লুকাকে দলে নেননি। নিয়েছেন একজন খেলোয়াড় হিসেবে, ‘আমি আমার ছেলেকে নেইনি, রিয়াল মাদ্রিদের স্কোয়াডে একজন খেলোয়াড়কে নিয়েছি। দলের একজন খেলোয়াড় হিসেবেই তাকে দেখি। এখানে লুকার অবস্থান তৃতীয় গোলকিপার হিসেবে। আনন্দ হচ্ছে এই ভেবে তার বার্নাব্যু অভিষেকেই জয় আসলো।’