পুনরায় ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত সাবেক লঙ্কান অলরাউন্ডার

দিলহারা লোকুহেটিগে। ৫ মাস আগেই ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার দিলহারা লোকুহেটিগে। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের অপকর্ম শেষ হয়ে যায়নি তারপরেও! তাকে ফিক্সিংয়ের নতুন অভিযোগে অভিযুক্ত করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু।

লোকুহেটিগের বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। একটি ধারায় ফিক্সিং, আরেকটিতে প্রলোভন ও আরেকটিতে আকসুর কাছে এ সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগ। নতুন অভিযোগের প্রেক্ষিতে তাকে এর জবাব দিতে হবে ১৪ দিনের মধ্যে।

লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আগেও উঠেছে। ২০১৭ সালে হওয়া টি-টেন লিগেও একই অপকর্ম করেছিলেন। সেই ঘটনায় মাত্র ৫ মাস আগে তার বিরুদ্ধে অভিযোগ আনে আমিরাত ক্রিকেট বোর্ড। যার আয়োজক ছিলো তারা। তাদের আনা অভিযোগের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হওয়ায় লোকুহেটিগেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। সেখানেও তার বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছিলো। তবে আকসু এটা জানায়নি ঠিক একই টুর্নামেন্টের জন্য এই অভিযোগ আনা হয়েছে কিনা।

৩৮ বয়সী সাবেক এই ক্রিকেটার এখন শ্রীলঙ্কায় স্থায়ী নন। অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাস করা এই ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকে। সবচেয়ে চমক জাগানো তথ্য জানা যায় ২০১৮ সালের মে মাসে আল জাজিরা ফিক্সিং সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রচার করলে। সেখানে দেখা যায় ফিক্সিং নিয়ে কথা বলছেন তিনি!