পিকে জানেন ম্যানইউ কতটা বিপজ্জনক

জেরার্দ পিকে।রাতে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। এক সময় ম্যানইউতেই চার বছর কাটিয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে। যার ভালো করেই জানা আছে, রেড ডেভিলদের হাঁড়ির খবর। তাই ম্যাচের আগে সতর্ক করলেন দলের সতীর্থদের।

সতর্ক করার কারণ অবশ্য এই দলটার শেষ ষোলোর নাটকীয় প্রত্যাবর্তন। প্রথম লেগে পিএসজির কাছে হেরে গিয়েছিলো ২-০ তে। দ্বিতীয় লেগ অবিশ্বাস্যভাবে তারা জিতে নেয় ৩-১ গোলে জিতে। সেই ম্যাচের ফুটেজ দেখেছেন পিকে। দেখার পর সতর্ক করলেন দলকে, ‘ম্যানইউর পিএসজি ম্যাচের রিপ্লে আমি দেখেছি। ওদের ছেড়ে দেওয়া ঠিক হবে না। কাজটা শেষ করতে হবে। কারণ ওরা পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগে দেখিয়ে দিয়েছে আসলে ওরা কী।’

পিকে আরও জানালেন কতটা বিপজ্জনক হতে পারে ম্যানইউ, ‘ওদের ভালো খেলোয়াড় আছে। শেষ দিককার পেনাল্টিই তার প্রমাণ। আমরাও জানি ম্যানইউ কতটা বিপজ্জনক।’

১৭ বছর থেকে ২১ বছর বয়স পর্যন্ত ম্যানইউতে কাটিয়েছেন পিকে। ‍পুরনো ক্লাবে পা দিয়ে জানালেন তার অতীত স্মৃতির কথা। পুরনো ক্লাবে ফেরায় ম্যাচটি তার কাছে বিশেষ কিছু, ‘এই ম্যাচটা আমার কাছে বিশেষ কিছু। কারণ এখানে ১৭ থেকে ২১ বছর পর্যন্ত ছিলাম। এখানেই আমি কিশোর থেকে যুবকে পরিণত হয়েছি। অনেক কিছু শিখেছি, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।’