বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ফুলটন

পিটার ফুলটনবিশ্বকাপের পর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের পরিবর্তন আসার কথা। ৫ বছর দায়িত্ব পালন করা বর্তমান কোচ ক্রেইগ ম্যাকমিলান আর থাকতে চাইছেন না বলেই এই পরিবর্তন। বিশ্বকাপের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক কিউই ব্যাটনসম্যান পিটার ফুলটন।

ফুলটনকে পেয়ে বেশ উচ্ছ্বসিত হেড কোচ গ্যারি স্টেড। তিনি ফুলটনের ব্যাটিং কোচ হওয়া প্রসঙ্গে জানান, ‘বিশ্বকাপের পর পিটারকে পাওয়ার খবরে আমরা উচ্ছ্বসিত। আমরা বেশ আত্মবিশ্বাসী যে দলের যেই পরিবেশ তাতে ফুলটন বেশ মানিয়ে নিতে পারবেন।’  পিটারকে নেওয়া প্রসঙ্গে দলের সিনিয়র প্লেয়াররা ভূমিকা রেখেছেন বলে জানালেন স্টেড, ‘আমরা ধারাবাহিক প্রক্রিয়া মেনেই তাকে নিয়েছি। বিশেষ করে ক্যান্ডিডেট বাছাইয়ে সিনিয়র প্লেয়ারদের সহায়তা নিয়েছি।’

নিউজিল্যান্ডের হয়ে সব মিলিয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুলটন। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে ২৩টি টেস্ট আর ৪৯টি ওয়ানডের সঙ্গে ১২টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।  তিন সেঞ্চুরিতে তার রান ২ হাজার ৪২৮। ২০১৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্টই ছিলো তার সবশেষ ম্যাচ। এরপর নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের কোচের ভূমিকাতেও দেখা গেছে তাকে।