আর্চারের লক্ষ্য কোহলির উইকেট, শুনে গর্বিত কোহলি

আর্চারকে প্রশংসায় ভাসালেন কোহলি। আইপিএলে বিরাট কোহলির উইকেট নিতে পারেননি সদ্য ইংল্যান্ড দলে ডাক পাওয়া জোফরা আর্চার। ইংল্যান্ডের এই পেসারই জানিয়েছিলেন বিশ্বকাপে তার টার্গেট উইকেট বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কও জোফরা আর্চারে বেশ মুগ্ধ। তাই এমন খবরে ভড়কে গেলেন না, বরং গর্ব বোধ করছেন। একই সঙ্গে এক্স-ফ্যাক্টর খুঁজে পাচ্ছেন আর্চারের মাঝে।

লন্ডনে অধিনায়কদের সংবাদ সম্মেলনে কোহলি বেশ নির্লিপ্তভাবে বললেন, ‘আমার জন্য এটা খবর, মরগানের কাছেও। আমি আসলে এসব বিষয়ে সেভাবে মনোযোগ দেই না। তাই জোফরা যদি এমন কিছু বলেই থাকে সেটা আমার জন্য বড় প্রশংসার। অবশ্য সেও কিন্তু বিশ্বমানের একজন বোলার।’

কোহলিও আর্চারের গুণমুগ্ধ। আইপিএল থেকে চেনা তো আছেই। এমনকি ইংল্যান্ড দলে নাম লেখানোর পর থেকেই গতির ঝলক দেখাচ্ছেন ২৪ বছর বয়সী এই পেসার। যার গতি থাকে ঘণ্টা প্রতি ৯০ মাইল। সেই আর্চারকেই এবারের বিশ্বকাপে এক্স ফ্যাক্টর বলে মনে হচ্ছে কোহলির, ‘ওকে দেখেছি গত কয়েক বছর সে আইপিএলে কীভাবে খেলে যাচ্ছে। সে বিশ্বব্যাপী খেলে বেড়াচ্ছে, ভালোও করেছে। আমার মনে হয় এবারের বিশ্বকাপে সে এক্স-ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ তার যে দক্ষতা, সেটা বাকিদের থেকে ভিন্ন। যে বলে অনেক গতি রাখে।’