আফগানিস্তানের বিপক্ষে খেলতে সাউদাম্পটনে বাংলাদেশ

tigers-1544967200071বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৪ জুন। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি খেলতে শুক্রবার স্থানীয় সময় পাঁচটায় সাউদাম্পটনে এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

পরের দিন শনিবার স্থানীয় সময় দুইটায় রোজ বল স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। যদিও অনুশীলন পর্বটা ঐচ্ছিক। যার প্রয়োজন আসবে, যার প্রয়োজন আসবে না। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি তিনটি। আগামী ২৪ জুন আফগানিস্তান ম্যাচের পর ৩ জুলাই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি ৫ জুলাই পাকিস্তানের সঙ্গে লর্ডসে।

এই তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যদলগুলোর পয়েন্টের দিকেও খেয়াল রাখতে হবে মাশরাফিদের। অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল খেলা।

আপাতত বাংলাদেশের টার্গেট এই মুহূর্তে আফগানিস্তান। বর্তমান সময়ে জাতীয় দলের যে দুর্দান্ত পারফম্যান্স তাতে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দেওয়ার কথা। আফগানিস্তানও র‌্যাংকিংয়ে পিছিয়ে। তাদের বর্তমান পারফরম্যান্স খুব ভালো নয়। তাই বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামতে পারবে তা বলার অপেক্ষা রাখে না।

দুই দলের সবশেষ ম্যাচ হয়েছিল গত বছর এশিয়া কাপে। সে মঞ্চে বাংলাদেশ জিতেছিল লড়াই করে। বিশ্বকাপে দুই দল এর আগে একবারই খেলেছিল ২০১৫ সালে।