শুরুতেই ফিরলেন গাপটিল

গাপটিলকে ফিরিয়ে ওকসের উল্লাস।বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে টস জিতে ব্যাটিং নিলেও শুরুতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল পুরো টুর্নামেন্টে ছিলেন নিজের ছায়া হয়ে। ফাইনালেও নিজেকে মেলে ধরতে পারলেন না। সপ্তম ওভারে ক্রিস ওকসের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন ১৯ রানে। সাত ওভারে কিউইদের সংগ্রহ এক উইকেটে ২৯ রান।

ওকসের বলে শুরুতে রিভিউ নিয়েছিলেন গাপটিল। রিভিউ নিলে দেখা যায় অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক। ওকসের তৃতীয় ওভারেও লেগ বিফোরের সিদ্ধান্তে অনফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন নিকোলসকে। যদিও রিভিউ নিয়ে বেঁচে গেছেন নিউজিল্যান্ড ওপেনার। ক্রিজে আছেন হেনরি নিকোলস (৮) ও কেন উইলিয়ামসন (০)।

আজকের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল দিয়ে পর্দা নামছে ১২তম বিশ্বকাপের। লর্ডসে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

টস জিতে কেন উইলিয়ামসন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও তা যে শতভাগ ফলদায়ী হবে এমনটা স্বীকার করতে পারলেন না। তিনি জানান, ‘কঠিন সিদ্ধান্ত। টস জিতে শুরুতে ব্যাট নেওয়ার মতো উইকেট। কিন্তু মেঘলা পরিস্থিতি এখন সব কিছু ফিফটি-ফিফটি।’ ইংল্যান্ড অধিনায়ক মরগানও জানালেন তেমনটা। তবে টস হারায় হতাশ নন বলে জানান তিনি।

আজ যেই জিতবে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসটা নতুন করে লিখবে। প্রথমবার নতুন কোনও চ্যাম্পিয়নকে পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।