ভারতের বিপক্ষে ফিরলেন নারিন-পোলার্ড

টি-টোয়েন্টি দলে নারিন-পোলার্ডবিশ্বকাপের আগেই পুরনো তারকাদের দলে ভেড়ানোর একটা পদক্ষেপ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আন্দ্রে রাসেলকে বিশ্বকাপে খেলিয়ে তার প্রমাণও দিয়েছে তারা। এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুনীল নারিন ও কিয়েরন পোলার্ডকে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান বোর্ড।

বিশ্বকাপ চলাকালীন আন্দ্রে রাসেল চোটে পড়েছিলেন। এই দলে তাকে রাখা হলেও খেলতে হলে ফিটনেস পরীক্ষা উতরে যেতে হবে। দলে নতুন মুখ হিসেবে রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যান্থনি ব্রাম্বল। ক্রিস গেইল কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলবেন বলে তার বদলে এসেছেন ওপেনিং ব্যাটসম্যান জন ক্যাম্পবেল।

অফস্পিনার নারিন জাতীয় দলে ফিরেছেন প্রায় দু্ই বছর পর। তার সঙ্গী হিসেবে আছেন বামহাতি স্পিনার খ্যারি পিয়েরে। নারিনকে বিশ্বকাপ দলেও সুযোগ দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু তার আঙুলের চোট তাকে নিরুৎসাহিত করেছে শেষ পর্যন্ত। তবে নির্বাচকরা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে দলকে সাজানোর পরিকল্পনা করছেন এখন।

তাকে দলে নেওয়া প্রসঙ্গে নির্বাচক প্রধান রবার্ট হেইন্স জানান, ‘আমাদের মনে হয়েছে নারিন, পোলার্ডের মতো ক্রিকেটার যারা নাকি বিশ্বব্যাপী টি-টোয়েন্টিটা দুর্দান্ত খেলে বেড়ায় তাদের দলে নেওয়া আবশ্যক। একবার মানসিকভাবে ফিট হলে আমারা তাদের সেই সুযোগ দিতে চেয়েছি।’

ক্যারিবীয় সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তৃতীয় টি-টোয়েন্টির জন্য পরিবর্তন আসতে পারে ক্যারিবীয় দলে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্রাম্বল (উইকেটকিপার), জন ক্যাম্পবেল, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনীল নারিন, কিমো পল, খ্যারি পিয়েরে, কিয়েরন পোলার্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও ওশানে থমাস।