রংপুর রাইডার্সে সাকিব আল হাসান

রংপুরের সঙ্গে আনুষ্ঠানিক মুহূর্তে সাকিব আল হাসান। বুধবার দুপুরের দিকে ফেসবুকের অফিসিয়াল পেজটিতে হঠাতই সরব বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ঘটা করে জানান দেয়, বড় একটি সংবাদ দিতে যাচ্ছে তারা। যার ফেসবুক লাইভটিও দেখা মিলেছে তাদের অফিসিয়াল এই পেজটিতে। এমন ঘটা করে আনুষ্ঠানিকতার কারণ সাকিব আল হাসান! তিন মৌসুমে ঢাকা ডায়নামাইটসকে ফাইনালে নেতৃত্ব দিয়ে বিপিএলে এবার তিনি নাম লেখালেন রংপুর রাইডার্সে।

রংপুরের হয়ে আপাতত এক বছরের চুক্তি হয়েছে সাকিব আল হাসানের। যার নতুন আসরটি শুরু হবে ৬ ডিসেম্বর। এর আগে তিন মৌসুমে নেতৃত্ব দিয়েছেন ঢাকাকে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টারে হয় এর আনুষ্ঠানিকতা। সাকিব বর্তমানে জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে খেলছেন না। বিশ্রামের এই সময়টাতেই করলেন এই চুক্তি।  

সাকিব রংপুরে চুক্তিবদ্ধ হয়েছেন আইকন ক্রিকেটার হিসেবে। তার মানে দলটির দায়িত্বে থাকা মাশরাফি মুর্তজাকে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলতে হবে নতুন মৌসুমে। যিনি রংপুরকে প্রথম শিরোপা জিতিয়েছেন ২০১৭ সালে। গত মৌসুমে পৌঁছে ছিলেন নকআউট পর্বে।