থাইল্যান্ডের বিপক্ষে সালমাদের কষ্টের জয়

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩১ আগস্ট থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব। মূল লড়াইয়ের আগে নেদারল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশের মেয়েরা। খেলছে প্রস্তুতি ম্যাচও। যদিও আসল লড়াইয়ের আগে কষ্ট করেই জিততে হয়েছে সালমাদের! বৃহস্পতিবার ক্যাম্পলিতে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে সালমারা। ৬২ রান তাড়া করতে ১৯.৩ ওভার লেগেছে মেয়েদের!

আগে ব্যাটিং করে থাইল্যান্ড নারী দল  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬১ রান। অধিনায়ক সালমা ৪ ওভারে ৬ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। পেসার জাহানারা আলম ১৫ রান খরচায় নিয়েছেন একটি উইকেট।

অল্প রানের লক্ষ্যে খেলতে নেমে মেয়েরা রীতিমতো হতাশার জন্ম দিয়েছেন। মূলত আয়েশা রহমানের ২২ ও ফারজানা হক পিংকির ২২ রানের কল্যাণেই জয়ের পরিস্থিতি তৈরি করতে পারে সালমার দল। শেষ দিকে  নিগার সুলতানা অপরাজিত ১১ ও  রিতু মনির অপরাজিত ৫ রানে ৩ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।