অমীমাংসিত ম্যাচে বিসিবি একাদশের ব্যাটিং বিপর্যয়

ড্র করলেও প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ছিল বিসিবি একাদশের। একমাত্র টেস্টের আগে আফগানিস্তানের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। অবশ্য ড্রয়ের আগে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল স্বাগতিকরা। আফগানরা ৯ উইকেটে ২৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করলে বিসিবি একাদশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানে!জবাবে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলতে পারে আফগানিস্তান।

বল হাতে আফগানদের পরীক্ষার মুখোমুখি ফেলতে পারেননি বিসিবি একাদশ। ব্যাট হাতে ছিল পুরোপুরি ব্যর্থ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি বিসিবি একাদশের কেউ। ওপেনার এনামুল হকের ১৯, আল আমিনের ২৯ ও অধিনায়ক নুরুল হাসানের ১৫ রানই ছিল উল্লেখযোগ্য। বাকিরা আফগান বোলিংয়ের সামনে ছিলেন অসহায়।

আফগানদের হয়ে বল হাতে ২৪ রানে ৫ উইকেট নেন চায়নাম্যান জহির খান। তিনটি নেন লেগ স্পিনার রশিদ খান। শেষ দিনে আফগানিস্তান বিনা উইকেটে ১৪ রান তুললেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিসিবি একাদশ।