‘বেবি ফেদেরারের’ কাছে হেরে বিদায় ফেদেরারের

ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়।

একে একে নক্ষত্র পতন হচ্ছে ইউএস ওপেনে। তিন ফেভারিটের মাঝে সবার আগে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। টিকে ছিলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। শেষ আটে এসে এবার বিদায় নিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। রোমাঞ্চের জন্ম দিয়ে তাকে হারিয়ে দিয়েছেন ‘বেবি ফেদেরার’ খ্যাত গ্রিগর দিমিত্রভ।

আগের ৭টি ম্যাচে জয় নিশ্চিত করেছিলেন ফেদেরার। তাই শেষ আটে তাকে নিয়ে প্রত্যাশার পারদ ছিল চরমে। প্রথম সেট জিতে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু ফেদেরারের প্রতিপক্ষ দিমিত্রভ দুইবার পিছিয়ে গিয়েও নিশ্চিত করেছেন সেমিফাইনাল।

প্রথম সেটে ফেদেরার জয় পেয়েছিলেন ৬-৩ গেমে, পরের সেটে দিমিত্রভ ৪-৬ গেমে জিতলে আবার তৃতীয় সেটে ৬-৩ গেমে তাকে হারিয়ে জবাব দেন সুইস গ্রেট। ২৮ বছর বয়সী দিমিত্রভ এরপর আর হার মানেননি। ঘাম ঝরিয়ে শেষ দুই সেট জেতেন ৪-৬, ২-৬ গেমে।

অবশ্য খেলার মাঝ পথে দিমিত্রভকে বিশ্রামের সুযোগ দিয়েছিলেন ফেদেরার নিজেই! পিঠের ইনজুরির কারণে চিকিৎসকের সেবা নিতে হচ্ছিল ফেদেরারের।

শেষ চারে দিমিত্রভের প্রতিপক্ষ দানিল মেদভেদেভ। শেষ আটে অপ্রত্যাশিত এই ঘটনায় প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট হতে যাচ্ছেন কেউ।

অপর দিকে মেয়েদের এককে প্রত্যাশিত জয় নিয়ে শেষ চারে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে চীনের ওয়াং কিয়াংকে হারিয়েছেন তেমন কোনও বাধা ছাড়া। যুক্তরাষ্ট্রের এই তারকা জয় পেয়েছেন ৬-১, ৬-০ গেমে। সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ ইউক্রেনের পঞ্চম বাছাই এলিনা স্ভিতোলিনা।