দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র

শেষ প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ম্যাচের ভেন্যু তাজিকিস্তানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। প্রথম ম্যাচে এফসি কুকতোশের কাছে ২-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে মাঠ ছেড়েছে ১-১ ড্র নিয়ে।

শেষ প্রস্তুতি ম্যাচে স্থানীয় লিগের অন্যতম দল সিএসকেএ পামিরের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ইতিবাচক শুরুর আভাস দেয় জামাল ভূঁইয়ারা। তবে শুরুতে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জেমি ডের শিষ্যরা।

বৃহস্পতিবার দুশানবেতে ম্যাচের দুটি গোল হয়েছে প্রথমার্ধেই। শুরুতে অবশ্য গোল পায় বাংলাদেশ। তিন মিনিটের সময় মিডফিল্ডার রবিউল হাসান গোল করে এগিয়ে নেন লাল-সবুজ দলকে। বাংলাদেশের এই অগ্রগামিতা অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। ২৮ মিনিটে ম্যাচে সমতা নিয়ে আসে স্বাগতিকরা। মাবাত শোয়েভ স্বাগতিকদের হয়ে গোলটি করেন।

বিরতির পর অবশ্য স্কোরলাইনে আর কোনও পরিবর্তন হয়নি। ১-১ ড্র নিয়ে মাঠে ছাড়তে হয়েছে দুদলকে।

নিরাপত্তাজনিত কারণে হোম ম্যাচের ভেন্যু পাল্টেছে আফগানিস্তানের। তাই তাদের ম্যাচের ভেন্যু তাজিকিস্তানের দুশানবে। সেখানে আগে গিয়ে বাংলাদেশ অ্যাস্ট্রো টার্ফে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও শেষ করলো। জেমি ডে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে শিষ্যদের পরখ করার জন্য সময় পাচ্ছেন আরও চারদিন।