জাতীয় লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

জাতীয় লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন।

আগামী তিন বছরের জন্য জাতীয় লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। প্রথম দফায় এর ব্যাপ্তি ছিল দশ বছরের।

আগামী ১০ অক্টোবর থেকে ২১তম জাতীয় লিগ মাঠে গড়াবে। লিগে অংশ নেবে আটটি বিভাগ। এই আসরে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার অংশ নেওয়াতে জমজমাট একটি লিগ দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বিসিবি। সংবাদ সম্মেলন শেষে প্রতিযোগিতার লোগোও উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

পৃষ্ঠপোষক ওয়ালটনের প্রশংসা করে বিসিবির প্রধান নির্বাহী সুজন বলেছেন, ‘ওয়ালটন গ্রুপ বাংলাদেশ ক্রিকেটের ডাকে বরাবরই সাড়া দিয়ে থাকে। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় সব সময় তারা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে। শুধু ঘরোয়া ক্রিকেটে নয়, আন্তর্জাতিক বিভিন্ন সিরিজে ওয়ালটনের স্পন্সরশিপ দেখা যায় সব সময়। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। আশা করবো বিসিবির সঙ্গে ওয়ালটন গ্রুপের যে সম্পর্ক তা সামনেও বজায় থাকবে।’

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেছেন, ‘আন্তর্জাতিক সিরিজে পৃষ্ঠপোষকতায় অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসে। সেখানে সবাই মাইলেজের চিন্তা করে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে কাউকেই দেখা যায় না। এক্ষেত্রে ওয়ালটন গ্রুপ ব্যতিক্রম। আমরা ঘরোয়া ক্রিকেট প্রোমোট করতে চাই। ঘরোয়া ক্রিকেট যদি মানসম্পন্ন হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভালো করবো। পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে।’

জাতীয় ক্রিকেট লিগে স্পন্সরশিপ বাদেও গত দুই আসরে মাঠের সৌন্দর্য্য বৃদ্ধি করতে প্রতিটি দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) জার্সি প্রদান করছে ওয়ালটন। পরবর্তী তিন আসরেও খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জার্সি প্রদান করবে প্রতিষ্ঠানটি।