আইসিসিতে আর থাকবেন না মনোহর!

শশাঙ্ক মনোহর। আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন শশাঙ্ক মনোহর। গতবার দ্বিতীয়াবারের মতো সর্বসম্মতিতে এই পদে নিয়োগ পান। জানা গেছে, তৃতীয়বার আর এই পদে থাকতে চান না তিনি।

২০১৬ সালের মে মাসে প্রথমবার এই পদে আসীন হন। পরের বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তার সময়েই তিন মোড়লের আধিপত্য খর্ব করা হয় আইসিসিতে। গতবার পুনরায় নিয়োগ পাওয়ায় তার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের মে মাসে।

মনোহর নিজেই জানিয়েছেন তার অনিচ্ছার কথা। দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আরও দুই বছরের জন্য দায়িত্ব নিতে আমি ইচ্ছুক নই।’

আইসিসির পরিচালকদের একটা বড় অংশ অবশ্য তাকে রেখে দেওয়ার ব্যাপারে আগ্রহী। মনোহর জানালেন, ‘বেশির ভাগ পরিচালক আমাকে চালিয়ে যেতে বলেছিল। তবে তাদের বলে দিয়েছি আমি থাকতে চাই না। চেয়ারম্যান হিসেবে আমি ৫ বছর দায়িত্ব পালন করেছি। তাই এটা পরিষ্কার আগামী জুনের পর আর কাজ করতে চাই না।’