এসএ গেমসে সোনাজয়ী রিতু মনিকে বগুড়ায় সংবর্ধনা

রিতু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসএ গেমসে প্রথমবার যুক্ত হয়েছে মেয়েদের ক্রিকেট। আর প্রথমবারই বাংলাদেশ জয় করেছে সোনা। সেই সোনা জয়ী দলের সদস্য রিতু মনিকে সংবর্ধনা জানিয়েছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও তার শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে রিতু মনিকে সংবর্ধনা ও তাকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে রিতু বলেন, ‘আমার খেলাধুলায় যে সাফল্য ও সুনাম তা শুধু আমার একার নয়, গোটা সারিয়াকান্দিবাসীর।’

তারপর দুপুরে রিতু মনি সারিয়াকান্দিতে আসলে জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। রিতু মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া।