ডি ভিলিয়ার্স ফিরছেন দক্ষিণ আফ্রিকা দলে?

এবি ডি ভিলিয়ার্স।পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল । অভিজ্ঞ এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটার অবসর নেওয়ায় কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না প্রোটিয়ারা। আবার অনেকেই দেশ ছেড়েছেন কলপাক চুক্তির আওতায়। হেড কোচ হয়ে এবার তাদের ফেরানোর ইঙ্গিত দিলেন মার্ক বাউচার।

শেষ চার মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করায় জাতীয় দলে থাকা ক্রিকেটারদের  ব্যাপারে বেশ ভালোই জানেন বাউচার। এখন বাইরে থাকা ক্রিকেটারদের দিকে নজর দেবেন কিনা এমন প্রশ্নে বাউচার সরাসরি জানান, ‘কোচের দৃষ্টিভঙ্গি থেকে যদি উত্তর দিই, তাহলে উত্তর অবশ্যই হ্যাঁ। আমি দলের শক্তি ও গভীরতা বাড়াতে সর্বোচ্চ চেষ্টাই করবো।’

এ সময় অবসরে চলে যাওয়া এবি ডি ভিলিয়ার্সের বিষয়েও আগ্রহ দেখান বাউচার। ২০১৮ সালের মে মাসে অবসরে চলে গেছেন ডি ভিলিয়ার্স। মাঝে একবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দলে ফেরার। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি নিয়েই বাউচারের কথা , ‘বিশ্বকাপে গেলে আপনি চাইবেন আপনার সেরা খেলোয়াড়টি যেন খেলেন। তাহলে আমি তেমনটি করতে কেন ওর সঙ্গে আলোচনা করবো না?’

বাউচার তাই  ডি ভিলিয়ার্সসহ আরও অনেকের সঙ্গেই কথা বলতে চান যারা জাতীয় দলে এখন নেই, ‘আমি মাত্রই দায়িত্ব নিলাম। আশা করছি কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলবো। দেখবো তারা এখন কোথায়।’