হকি লিগ পিছিয়ে আগামী বছর

79424144_2641461032750198_7472268021499691008_nপ্রিমিয়ার হকি লিগ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।এই বছর লিগ টার্ফে গড়াচ্ছে না।শুক্রবার হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় লিগ আগামী বছরের জুনে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বশেষ প্রিমিয়ার হকি লিগ টার্ফে গড়িয়েছিল ২০১৮ সালে ।এ বছর ফেডারেশনে নতুন কমিটি আসার পর লিগ নিয়ে অনেক প্রত্যাশার কথা শোনানো হলেও সেই অনিশ্চয়তাই থেকে গেল।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন,‘আমরা একটি বর্ষপঞ্জি করেছি।সেখানে প্রিমিয়ার হকি লিগ আগামী বছরের জুনে করার পরিকল্পনা আছে। নানা কারণে লিগ এ বছর করা সম্ভব হচ্ছে না।’

শুক্রবারের সভায় আগামী ২৫ জানুয়ারি থেকে জাতীয় স্কুল প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত হয়েছে। ৯টি ভেন্যুতে ৮০টি স্কুল নিয়ে হবে প্রতিযোগিতা।

এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী জুনে ঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুনিয়র এশিয়া কাপের জন্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে প্রধান করে আয়োজক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।