উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ম্যানইউর ক্যাম্প বাতিল

ম্যানইউর পতাকা ওড়াচ্ছেন এক ভক্ত। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সেখানে অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ফুটবল দল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড উত্তেজক পরিস্থিতির ভয়ে বাতিল করেছে তাদের অনুশীলন ক্যাম্প।
১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মাঝে কোনো খেলা নেই ম্যানইউর। এই সময়ে শীতকালীন ক্যাম্প করার কথা দলটির। গত বছরের জানুয়ারিতেও দল নিয়ে দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করেছে ম্যানইউ। এবার তাদের পছন্দের তালিকায় ছিল কাতার ও দুবাই। 
পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটি এবার আর হচ্ছে না। ম্যানইউ কোচ উলা গুনার সুলশার ক্যাম্প নিয়ে জানিয়েছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যেই করতে চেয়েছিলাম। কিন্তু এখন আর সেটি হচ্ছে না।’
এখন ক্যাম্প না হলে পরবর্তী করণীয় কী?- এমন প্রশ্নে ম্যানইউ কোচ বলেছেন, ‘আমি ওদের কিছুদিন ছুটি দিয়ে দেবো। অবশ্য এটা জানি না ওরা কে কোথায় থাকবে, তবে আমরা ইউরোপেই থাকছি।’
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক অফিসার কাসেম সোলাইমানির নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত।