সময় পাল্টাচ্ছে না আইপিএলে, থাকবে কনকাশন সাব

_72ef671c-4106-11ea-bfa0-35d85fc987f6আইপিএলের ম্যাচের সময় এগিয়ে আনা হবে- গত কয়েকমাস ধরে এমন জল্পনা-কল্পনা চলছিল ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিয়েছেন, সময় পাল্টাচ্ছে না আইপিএলের। তবে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে এবারের মৌসুমে।

এতদিন শোনা যাচ্ছিল, ব্রডকাস্টারদের কথা মাথায় রেখে আইপিএল ম্যাচ শুরু হতে পারে ভারতীয় সময় ৭টা থেকে। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সময় পাল্টানোর বিষয়টি গুরুত্ব পায়নি। সভা শেষে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘আইপিএলে রাতের খেলায় সময়ের কোনও পরিবর্তন আনা হবে না। ম্যাচ শুরু হবে ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।)’

দিনপ্রতি দুটি ম্যাচ না রাখার বিষয়টি পুরোপুরি বাতিল হয়নি এই মৌসুমে। সভার পর জানানো হয়েছে, মাত্র ৫দিন দুটো করে ম্যাচ খেলা হবে। সৌরভ জানিয়েছেন, ‘আমাদের ৫দিন দুটি করে ম্যাচ থাকবে। একটি ৪টা (ভারতীয় সময়), আরেকটি ৮টায় (ভারতীয় সময়)। আমরা এবার দিনে দুটি করে ম্যাচের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’

সবচেয়ে বড় যে পরিবর্তন আসছে, সেটি হলো- কনকাশন সাব ও নো বল ডাকতে তৃতীয় আম্পায়ারের ব্যবহার। গাঙ্গুলী বলেছেন, এই মৌসুমে চালু হবে এসব পরিবর্তন, ‘এই মৌসুমে কনকাশন সাব ও নো বলের জন্য তৃতীয় আম্পায়ার ব্যবহার করা হবে।’

সভা শেষে সিদ্ধান্ত হয়েছে, আইপিএল শুরুর আগে আইপিএলের সব তারকাদের নিয়ে একটি টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইপিএলের ১৩তম সংস্করণ শুরু হবে আগামী ২৯ মার্চেই। ফাইনাল খেলা হবে ২৪ মে, মুম্বাইয়ে।