ডর্টমুন্ডের লড়াইয়ে পিএসজি পাচ্ছে না নেইমারকে?

1580922835_608913_1580922960_noticia_normal_recorte1মঁপেলিয়েরের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন, সেটি এখনও ভোগাচ্ছে নেইমারকে। সেই চোটে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ব্রাজিলীয় ফরোয়ার্ডের খেলা নিয়ে জাগিয়েছে সংশয়। প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কোচ টমাস টুখেল তো বলেই দিয়েছেন, শেষ ষোলোর প্রথম লেগে এখনও নিশ্চিত নন নেইমার।

বুধবার ফরাসি কাপে নেইমারকে ছাড়াই খেলেছে পিএসজি। ম্যাচে অবশ্য ৬-১ গোলে দিজোঁকে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। সর্বশেষ লিগ ওয়ানে মপেঁলিয়েরের বিপক্ষে খেলতে গিয়ে বুকের পাঁজরে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটে প্যারিসেই থেকে গেছেন। একই কারণে লিগ ওয়ানে নঁতে ও লিওঁর বিপক্ষেও খেলতে পারেননি।

এবার তো আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী বুধবার। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি পিএসজি। দিজোঁকে হারানোর পর নেইমারের অবস্থা জানতে প্রশ্ন করা হয় টুখেলকে। পিএসজি কোচ  নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘আমি বলতে পারছি না বরুশিয়ার বিপক্ষে সে শতভাগ ফিট থাকতে পারবে কিনা। তাকে নিয়ে শুক্রবার আমরা বসবো, তার পরেই সিদ্ধান্ত নেবো। তবে সময় যা আছে, তাতে তাকে নিয়ে ঝুঁকি নিতে পারি না।’

শনিবার আমিয়েঁরের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে নেইমারকে নিয়ে কোনও ঝুঁকি নেবেন না টুখেল, ‘আমিয়েঁরের বিপক্ষে ওকে নিয়ে কোনও ঝুঁকি নিচ্ছি না, এটা পরিষ্কার।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে তার কথা, ‘আমাদের শক্তিশালী দলটিই প্রস্তুত থাকবে, তবে কোনও সংশয় থাকলে নেইমারকে নিয়ে ঝুঁকি নেবো না।’