অবশেষে ‘ড্র স্পেশালিস্টদে'র জয়

hi-res-1fc2d065af9f92ddb2d86357f22f1b81_crop_northএবার ১৩টি ম্যাচে সমতা নিয়ে মাঠ ছাড়ায় ‘ড্র স্পেশালিস্ট’ তকমা জুড়ে গিয়েছিল আর্সেনালের। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য থাকায় সেখানেও ড্র সম্ভাব্য মনে হচ্ছিল। কিন্তু মিকেল আর্তেতার অধীনে অবশেষে লিগের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধটা ছিল একেবারে নিষ্প্রাণ। বিরতির পরই খোলস পাল্টে খেলতে থাকে গানাররা। ৫৪ মিনিটে হেডে দারুণ এক গোল করেন পিয়েরে এমরিক অবামেয়াং। তিন মিনিট পর দ্বিতীয় গোলটি করেন পেপে।

পরের দুটি গোলই হয়েছে শেষ মুহূর্তে। ৯০ মিনিটে মেসুত ওজিল করেন ‍তৃতীয় গোল, যোগ করা সময়ে বদলি লেকাজেত করেন চতুর্থ গোল। প্রিমিয়ার লিগে গত এপ্রিলের পর প্রথম গোলের দেখা পেয়েছেন ওজিল। একইভাবে লেকাজেতও গোল করেছেন ডিসেম্বরের পর।
আর্তেতার অধীনে আর্সেনালের সর্বশেষ জয়টি ছিল ১ জানুয়ারি, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এমনকি সর্বশেষ চার ম্যাচেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে তার শিষ্যরা। এ জয়ের পর গানাররা দশম স্থানে উঠে এসেছে। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে আর্সেনালের উপরেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড।