সিমিওনেকে ক্লপের হুঁশিয়ারি!

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ- ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম। যে মাঠে গতবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে লিভারপুল। সেখানেই কিনা এমন বৈরী অভ্যর্থনার শিকার রেডরা! আসলে এমনটা বলেছেন,  লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। 
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিকদের কাছে লিভারপুল হেরেছে ১-০ গোলে। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের দাবি, স্বাগতিক দর্শকেরা বৈরী পরিবেশ উপহার দিয়েছে বলেই এমন হারের মুখোমুখি তার দল!

ম্যাচের পর ক্লপের প্রতিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছিল, আতলেতিকোর জয়ে দর্শকদের আলাদা ভূমিকা দেখেছেন তিনি, ‘আবেগ সময় সময়ই গুরুত্বপূর্ণ। আজকে পরিষ্কারভাবেই ওরা আতলেতিকোর পক্ষে ছিল। তবে আমি দ্বিতীয় লেগে তাকিয়ে আছি।’

ক্লপ আগেও বলেছেন, অ্যানফিল্ডের পরিবেশ কতটা ভূমিকা রাখে লিভারপুলের ম্যাচের বেলায়। কিন্তু আতলেতিকোর মাঠেও যে এমন পরিবেশ পাওয়া যাবে, তা নিজের চোখে দেখলেন এবার, ‘আমরা অ্যানফিল্ডের ক্ষমতা সম্পর্কে অনেকবারই কথা বলেছি। কিন্তু এখানকার স্টেডিয়ামের কতটুকু ক্ষমতা, আজকে সবাই তা দেখেছে।’

তাই দ্বিতীয় লেগের খেলার আগে আতলেতিকোকে হঙ্কার দিয়ে রাখলেন ক্লপ, ‘আতলেতিকো দর্শকেরা, তোমরা টিকিট পেলে অ্যানফিল্ডে স্বাগতম। আমরা প্রথম দফায় ১-০ তে পিছিয়ে আছি। দ্বিতীয় দফায় খেলা হবে আমাদের মাঠে, এটা ওরা হাড়ে হাড়ে টের পাবে।’

মাঠের এই উত্তেজক পরিবেশই ম্যাচ অফিসিয়ালদের ওপর আলাদা প্রভাব ফেলেছে। এমন ধারণা লিভারপুল কোচের, ‘আজকে যে ধরনের পরিবেশ ছিল, তাতে রেফারিদের জন্য সবকিছু সামলানো কঠিন ছিল।’

ক্লপ তাই হুঁশিয়ার করেই আতলেতিকো কোচ সিমিওনেকে বলেছেন, একই রকম অভ্যর্থনা তারা লিভারপুলের মাঠেও পাবেন!