পাকিস্তানে নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে?

GettyImages-1033107488সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ভারতের সঙ্গে বৈরিতায় টুর্নামেন্টটি যে পাকিস্তানে হবে না, এ নিয়ে আলোচনা অনেক দিনের।  তাহলে কোথায় হবে এবারের এশিয়া কাপ? ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, এবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাইয়ে।

দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শুরু হবে ৩ মার্চ থেকে। ভারত ছাড়ার আগে ইডেন গার্ডেনসে সাংবাদিকদের সৌরভ বলেছেন, ‘এশিয়া কাপ দুবাইয়ে হবে। যেন পাকিস্তান ও ভারত দুটি দলই খেলতে পারে।’

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। কয়েক মাস আগে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছিলেন, ‘পিসিবি টুর্নামেন্টের আয়োজক, এতে সমস্যা নেই, মূল সমস্যা হলো ভেন্যু। এখন যেমন অবস্থা, তাতে আমাদের নিরপেক্ষ ভেন্যুই প্রয়োজন।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের দৃঢ় অবস্থানের কারণেই নিরপেক্ষ ভেন্যু বেছে নিতে হচ্ছে এসিসিকে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে এসিসির সভার পর।