মুশফিক কেন পাকিস্তানে আসছে না, প্রশ্ন ব্র্যাথওয়েটের

মুশফিকুর রহিম।পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে অনড় মুশফিকুর রহিম। আগের দুই ধাপের সফরেও তিনি যাননি। শেষ ধাপের সফরেও যখন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, এ নিয়ে তোলপাড় পাকিস্তানে। চলমান পাকিস্তান সুপার লিগেও উঠে এসেছে মুশফিকুর রহিম প্রসঙ্গ।

পেশাওয়ার জালমির জয়ের পর দলটির পেসার হাসান আলী পাকিস্তানে যেতে আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিমকে। ‘কার্লোস ব্র্যাথওয়েট আমাকে আজ প্রশ্ন করেছিল, মুশফিক কেন পাকিস্তানে আসছে না? আমি তাকে বলেছি, আসলে আমি নিশ্চিত নই্ এ বিষয়ে। তবে আমার মনে হয় ওর এখানে আসা উচিত যেহেতু তার দলও আসছে। ব্র্যাথওয়েটেরও মনে হয়েছে মুশফিকের পাকিস্তান সফরে আসা উচিত, কারণ এই দেশ নিরাপদ’-  বলেছেন হাসান আলী।

মুশফিক সর্বশেষ আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের সঙ্গে। কারণ শেষ ধাপের সফর এপ্রিলের শুরুতে, কিন্তু এই মিনহাজুলকে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন মুশফিক। এর আগে বিসিবি প্রধান নাজমুল হাসান মুশফিকের কড়া সমালোচনা করে বলেন, ‘ বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ প্রত্যেক খেলোয়াড়েরই পাকিস্তান সফরে যাওয়া উচিত।’ এর পরেও নিজের সিদ্ধান্তে অনড় মুশফিক।