ইতালিতে সব ধরনের খেলা বন্ধ

ইতালিয়ান ভাষায় লেখা নোট এভাবে তুলে ধরেন কাপুতো। সিরি আ’য় গতকাল ব্রেসিয়ার মুখোমুখি হয়েছিল সাসসুয়োলো। ৩-০ গোলে সাসসুয়োলো জিতলেও ভিন্ন এক কারণে এই ম্যাচটি আলোচনায়। ম্যাচ শেষে সাসসুয়োলোর খেলোয়াড় ফ্রান্সেকো কাপুতোকে দেখা যায় কাগজে লেখা ছোট একটি নোট ধরে আছেন টিভি ক্যামেরায়। তাতে লেখা, ‘সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা ঘরের ভেতরেই থাকুন।’

এমন বার্তায় তিনি করোনায় সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে বলেছেন সবাইকে। কিন্তু পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় ইতালির। আগেরদিন দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হয়েছে জুভেন্টাস-ইন্টার ম্যাচ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে খুব দ্রুত-ই। এমন আশঙ্কায় সিরি আ’সহ সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে।

এতদিন সিরি আ’ বলেছিল ঘরোয়া লিগটি ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ দরজায় অনুষ্ঠিত হবে। কিন্তু জনসমাগম কমাতে এর চেয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্যই হলো দেশটি। এখন ইতালিতে জনমাগম একেবারেই নিষিদ্ধ।

ইতালির অলিম্পিক কমিটি-ই সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধের সুপারিশ করে। তারও আগে সোমবার সভায় বসে ক্রীড়া ফেডারেশনগুলো। সেখানেই আসে এই সিদ্ধান্ত। দেশটির অলিম্পিক কমিটি পরে পরিস্থিতি বোঝাতে বিবৃতি দিয়ে বলে, ‘ইতিহাসে এমন পরিস্থিতির নজির আর নেই।’

ইরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে আতঙ্কজনকভাবে আক্রান্ত ইতালি। আক্রান্ত হয়েছেন ৯ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫০।