নির্বাচক হতে রাজ্জাককে প্রস্তাব

বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে আছেন মাত্র দুজন। হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদীন। তাই তৃতীয় আরেকজনের খোঁজে অনেক দিন ধরেই ছিল বিসিবি। ফারুক আহমেদ চলে যাওয়ায় তার বিকল্প প্রয়োজন প্যানেলে। বিকল্প হিসেবে সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে পছন্দ তাদের।

এরই মধ্যে তাকে প্রস্তাবও দিয়ে রেখেছে বিসিবি। তবে রাজ্জাক সেই প্রস্তাবে এখনও সাড়া দেননি। সময় নিচ্ছেন বলে জানিয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেছেন, ‘আমি বাশারকে আমাদের দেওয়া প্রস্তাবের বিষয়ে রাজ্জাকের সঙ্গে কথা বলতে বলেছি। রাজ্জাক সময় নিচ্ছে, কারণ ডিপিএলে সে খেলছিল। আর আমরা এ বিষয়টিও নিশ্চিত নই যে সে ক্যারিয়ার লম্বা করবে কি না।’

রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রস্তাব তিনি পেয়েছেন। তবে এখনও সাড়া দেননি। কারণ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তিনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন। যেহেতু এখন লিগ বন্ধ, তাই বিষয়টি নতুন করে ভাববেন, ‘হ্যাঁ, আমি প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি কিছু সময় চাই। আমি বিসিবিকে বলে দিয়েছি, ঢাকা প্রিমিয়ার লিগের পরই সিদ্ধান্ত জানাবো। যেহেতু লিগ বন্ধ তাই এখন আবার ভাবতে পারবো।’