চ্যাম্পিয়ন হতে আশাবাদী মাশরাফি

mashrafee

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বের ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে প্রথমবারের মতো খেলতে আসা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের অধিনায়ক মাশরাফি আশাবাদী এবারের শিরোপা নিজেদের ঘরে তোলার ব্যাপারে।

 

সোমবার স্থানীয় এক হোটেল সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। সামনের ম্যাচটি দুই দলের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। আমরা আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। দলের সবাই খুব  ইতিবাচক। আশা করি, আমরা শেষ যতগুলো ম্যাচ জিতেছি, যেভাবে ইতিবাচকভাবে ক্রিকেট খেলেছি। এভাবে যদি খেলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে।’

তিনি আরও যোগ করেন, ‘দলের সবাই খুব পেশাদারিত্বের সঙ্গে পারফরম্যান্স করেছে। মাঠ ও মাঠের বাইরে পেশাদার ছিল। শৃঙ্খলা মেনে ছিল। নিজস্ব পারফরম্যান্স যেন ঠিকভাবে করতে পারে, সেদিকে সবার নজর ছিল। সবকিছু মিলে আমরা এখানে আসতে পেরেছি।’

 

দলে ইনজুরি সমস্যা থাকলেও এগুলো নিয়ে একদমই ভাবতে চাচ্ছেন না মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরু থেকেই আমাদের ইনজুরি সমস্যা ছিল। জাইদি এবং কুলাসেকারা ছাড়া অন্য কাউকেই অনেক সময়ের জন্য আমরা পাইনি। আমরা এই সময়গুলো পার করে এসেছি। এখন এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই। ওসব শুরুর দিকে অনেক ভাবিয়েছে। এখন আল্লাহর রহমতে একটা পর্যায়ে এসেছি যেখানে আর একটা ম্যাচই বাকি। ২৪ ঘণ্টা আগে এসব নিয়ে ভাবার সুযোগ নেই। যারা আছে তারা সেরাটাই খেলার চেষ্টা করবে।’

 

প্রতিপক্ষ হিসেবে বরিশালকে কিভাবে দেখছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘যোগ্যতর দল হিসেবেই তারা ফাইনালে এসেছে। পুরো টুর্নামেন্টেই তারা ভালো খেলেছে। তারা অনেক শক্তিশালী দল। গেইল নেই বলে তারা বাজে অবস্থায় রয়েছে এটা ভাবার কোনও সুযোগ নেই। তারা গেইলকে ছাড়াও গতকাল রবিবার ১৬১ তাড়া করেছে।’  

 

/আরআই/এফআইআর/