ভালোবাসায় হাত বাড়ালেন আম্পায়ার দার

পাকিস্তানি ক্রিকেট আম্পায়ার আলিম দারপ্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ফুটবলার, ক্রিকেটার, টেনিস খেলোয়াড়, এমনকি ফুটবলের তারকা কোচরা। এই প্রথম শোনা গেল এমন একজন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন যিনি মাঠের মধ্যে দাঁড়িয়ে খেলা পরিচালনা করেন। ইনি আলিম দার, পাকিস্তানের ক্রিকেট আম্পায়ার। সেই আলিম দার, ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে একটি নো-বল বিতর্কে যিনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতার ঘৃণা কুড়িয়েছিলেন।

তবে এই করোনার কালে আলিম দার যে কাজটি করছেন সেটি ভালোবাসার। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লাহোরে এখন চলছে লকডাউন। আর আম্পায়ারিংয়ের বাইরে রেস্তোরাঁ ব্যবসায়ী দার ঠিক করেছেন চলমান লকডাউনের সময় বেকার হয়ে পড়া মানুষদের তিনি বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবেন।

লাহোরের পিয়া রোডে দার একটি রেস্তোরাঁ চালান, নাম ‘দারস ডিলাইটো’। এই রেস্তোরাঁ থেকেই কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য খাবার দেওয়া হবে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি, ‘ এই লকডাউনের সময় মানুষের চাকরি চলে গেছে। আমার মালিকানায় লাহোরের পিয়া রোডে একটি রেস্তোরাঁ চলে যেটির নাম দারস ডিলাইটো। যাদের এখন চাকরি নেই, তারা এখানে আসুন এবং বিনামূল্যে খাবার খান।’

৩৮৬টি  ম্যাচ চালিয়েছেন দার, যা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ। তবে শুধু ম্যাচ পরিচালনার সংখ্যাগত হিসেবেই নয়, নিজের মনটাও যে অনেক বড় সেটিরই পরিচয় দিলেন ৫১ বছর বয়সী আম্পায়ার। দার অভাবী মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আরও বলেছেন, ‘ মানুষের সাহায্য ছাড়া সরকারের একার পক্ষে এটি (করোনা) নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমি সব মানুষকে সরকারের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করছি।’

এর আগে পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি দেশের অভাবী মানুষদের মাঝে জীবানুনাশক সাবানসহ খাবার বিতরণ করেছেন। দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ধর্ম ও বিত্তের ওপরে উঠে মানুষের পাশে এসে দাঁড়ানোর ডাক দিয়েছেন।  নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘হিন্দু কিংবা মুসলিম নয়, মানুষের মানবিক হয়ে ওঠার এটাই সময়। মানুষকে পরস্পরের সাহায্যে এগিয়ে আসতে হবে। তহবিল সংগ্রহ করুন।’

পাকিস্তানে এ পর্যন্ত ১২০০ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৯।