করোনাকালে চুক্তিবিহীন ক্রিকেটারদের বিসিবির অনুদান

bcbকরোনাভাইরাসের প্রবল সংক্রমণে সারা বিশ্বের প্রায় সব পেশাজীবী মানুষই  সংকটে পড়ে গেছে। এর বাইরে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। বিশেষ করে কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এমন ক্রিকেটার বাদে বাকি ক্রিকেটারদের রুটি-রুজির প্রধানতম উৎস ঢাকা প্রিমিয়ার  ক্রিকেট লিগ। কিন্তু করোনার আঘাতে প্রথম রাউন্ড শেষে লিগ স্থগিত হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ক্রিকেটারদের এই বছরের আয়।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ১৭ ক্রিকেটার আর প্রথম শ্রেণির চুক্তিতে প্রায় ৯০ জন প্রতিমাসে বেতন পান। এর বাইরে ঢাকা লিগে অন্তত ৬০-৭০ জন ক্রিকেটার আছেন যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও ধরনের  বেতনকাঠামোতে নেই। এই ক্রিকেটারদের আয়ের মূল উৎস ঢাকা প্রিমিয়ার লিগ। 

প্রিমিয়ার ক্রিকেট লিগ অনিশ্চিত হয়ে পড়ায় এবার এই ৬০ থেকে ৭০ ক্রিকেটারকে এককালীন আর্থিক সুবিধা দিতে যাচ্ছে বিসিবি। বিসিবি জানিয়েছে, প্রিমিয়ার লিগের যে সব ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি কিংবা প্রথম শ্রেণির  চুক্তিতে নেই, তাদের এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।  ক্রিকেটারদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

করোনার কারণে খেলা বন্ধ থাকায় বিসিবির চুক্তির বাইরে থাকা ঢাকা প্রিমিয়ার লিগে নিবন্ধিত  সব ক্রিকেটারকেই এই এককালীন আর্থিক সুবিধা দেবে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন,  ‘টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। যে ক্রিকেটাররা বিসিবির চুক্তিতে নেই তারা এই সময়ে আর্থিক সংকটে পড়তে পারে, কারণ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছ থেকে তারা আংশিক পারিশ্রমিক পেয়েছে। তাই তাদের কথা চিন্তা করে আমরা এমন উদ্যোগ নিয়েছি।’