নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই বাফুফের দায়িত্বে

আগামী ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপারে ফিফা ও এএফসিকে চিঠি দিয়ে জানিয়েছিল বাফুফে।

শেষ পর্যন্ত ফিফা এতে সায় দিয়েছে। তারা জানিয়েছে, যতদিন এই পরিস্থিতি থাকবে, ততদিন কংগ্রেস ও নির্বাচন হবে না। সেই সময় পর্যন্ত বর্তমান নির্বাহী কমিটি-ই দায়িত্ব পালন করবে।

বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩০ এপ্রিল। কংগ্রেস ও নির্বাচন নিয়ে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘আমরা বাফুফের নেওয়া ২৭ মার্চের সিদ্ধান্ত ফিফাকে জানিয়েছি। ৩১ মার্চ তারা আমাদের জবাব দিয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা কংগ্রেস করতে বলেছে তারা। ততদিন পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।’