কোভিড-১৯ প্রতিরোধে ফুটবলের শিকল ভাঙার বার্তা

বাংলাদেশ ফুটবল দলরোনাভাইরাসের হাত থেকে দূরে থাকার জন্য ক্রীড়াবিদদের অনেকেই নানাভাবে উদ্বুদ্ধ করছেন। ফিফা-এএফসিও এগিয়ে এসেছে। এএফসি তো ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইন (প্রচারাভিযান) শুরু করেছে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, গোলকিপার আশরাফুল ইসলাম রানা ও ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু এই ক্যাম্পেইনের মাধ্যমে সুরক্ষার কৌশলগুলো জানিয়েছেন। ভাইরাসের সংক্রমণ থেকে কীভাবে দূরে থাকা যায় সেটাই ভিডিও বার্তায় উঠে এসেছে।

জামাল ভূঁইয়া বর্তমানে আছেন ডেনমার্কে। সেখান থেকে ভিডিও বার্তায় বলেছেন, ‘শিকল ভাঙার অভিযানে আপনারা যোগ দিন। কোভিড-১৯ বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে এটা প্রতিরোধ করতে চাই। এটা করা সহজ। হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। পরিবারসহ সবাইকে নিয়ে নিরাপদে থাকুন।’

গোলকিপার আশরাফুল রানাও আছেন এই প্রচারাভিযানে,‘সবাই বাড়িতে থাকুন। কোভিড-১৯ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন। আপনার হাত নিয়মিত সাবান দিয়ে ধোবেন। বাড়িতে থাকুন। শিকল ভাঙতে আসুন আমরা নিজেদের কাজটা করি।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, ‘সবাইকে সচেতন করাটাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। আপনি নিজে নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখবেন এটাই আমাদের মূল বার্তা।’

এর আগে জাতীয় মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুন,মারিয়া মান্দা ও আঁখি খাতুনরাও এই ক্যাম্পেইন এ যোগ দিয়েছিলেন।