বেতন কাটা যাচ্ছে ক্লুজনারের

ল্যান্স ক্লুজনার।করোনায় স্থগিত হয়ে আছে ক্রিকেট মৌসুম। ফলে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ধীরে ধীরে। ব্যয় কমাতে কোচিং স্টাফদের বেতন কর্তণের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

মে মাসে বেতন কাটা হবে ২৫ শতাংশের মতো। পরিস্থিতি আরও জটিল হতে পারে জুনে। যদি জিম্বাবুয়ে সফরটি স্থগিত হয়। তাহলে বেতন কর্তণের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৫০ শতাংশে।

এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হেড কোচ ল্যান্স ক্লুজনার ও ব্যাটিং কোচ এইচডি অ্যাকারমান। সহকারী কোচ নওরোজ মঙ্গলও এই বেতন কর্তণের আওতায় থাকছেন। তিনি আফগানদের সহকারী কোচ।

অবশ্য প্রথম তিন মাসেই চুক্তিভুক্ত খেলোয়াড়দের বেতন ঠিকঠাক মতোই পরিশোধ করেছে এসিবি। কিন্তু পরিস্থিতি আরও শোচনীয় হলে বোর্ড তাদের বেতনেও হাত দিতে পারে। গত বছরের সেপ্টেম্বরে যোগ দেওয়া ক্লুজনারের চুক্তি রয়েছে এই বছরের শেষ পর্যন্ত।

করোনাকালে এসিবি হিমশিম-ই খাচ্ছে। সিরিজ বন্ধ থাকায় আয়ের কোনও উৎস নেই। যা ব্যয় হচ্ছে বোর্ডের সঞ্চিত অর্থ থেকেই। কিন্তু এভাবেও তারা বেশি দিন চলতে পারবে না। তাই কোচদের বেতন কেটে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে। বোর্ডের প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্ট্যানিকজাই বলেছেন, ‘খরচ কমানোর কৌশল হিসেবে আমরা এটি অনুসরণ করেছি। তাই মে মাসে কোচদের বেতন ২৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জুনে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা না গেলে এর পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশে। ’

বোর্ড অবশ্য এই শোচনীয় পরিস্থিতিতে কাউকেই ছাঁটাই করতে ইচ্ছুক নয়। বেতন কমিয়ে হলেও তারা কোচদের রেখে দেওয়ার পক্ষে।