অ্যাথলেটিকস ফেডারেশন সাধারণ সম্পাদকের করোনা

আবদুর রকিব মন্টুসারা দেশের প্রায় জায়গায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। স্বাভাবিকভাবে ক্রীড়াঙ্গনেরও এ থেকে মুক্ত থাকাটা ছিল অসম্ভব। ক্রিকেটারদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার (২৫ জুন) জানা গেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুও করোনায় সংক্রমিত হয়েছেন।

আবদুর রকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজই করোনা টেস্টে পজিটিভ এসেছে। শরীরে একটু জ্বর আছে। এ ছাড়া তেমন কোনও উপসর্গ নেই। বাসাতেই আইসোলেশনে আছি।’

অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির জানিয়েছেন, এই করোনার মধ্যেও অ্যাথলেটিকস ফেডারেশন অনেক কাজ করেছে। সাধারণ সম্পাদকের উদ্যোগে কোচদের বেশ কিছু কর্মশালা আয়োজিত হয়েছে অনলাইনের মাধ্যমে। তা ছাড়া অসচ্ছল অ্যাথলেটদের সাহায্য-সহযোগিতার বিষয়টিও সমন্বয় করছিলেন তিনি। হয়তো এসব করতে গিয়েই সংক্রমিত হয়েছেন। সাধারণ সম্পাদকের দ্রুত আরোগ্য কামনা করেছেন আলী কবির।