উপসর্গ নেই করোনা আক্রান্ত কোরিচের

বোরনা কোরিচ। নোভাক জোকোভিচের টুর্নামেন্টে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বোরনা কোরিচ। শুরুর দিকে সংক্রমণের খবরটি নিশ্চিত করলেও ক্রোয়েশিয়ার এই তারকা বিস্তারিত কিছু বলেননি। কিছুদিন অতিবাহিত হওয়ার পর কোরিচ জানিয়েছেন, তার মাঝে কোনও উপসর্গ দেখা যায়নি। এখনও সুস্থই আছেন তিনি।

আদ্রিয়া ট্যুরে খেলতে গিয়ে কোরিচের মতো করোনা পজিটিভ হয়েছেন আরও অনেকেই। এদের মাঝে রয়েছেন দিমিত্রভ, জোকোভিচ, ভিক্তর ত্রইকি। এমনটা হওয়ার সম্ভাবনা ছিলই। কারণ টুর্নামেন্টে ছিল না কোনও সামাজিক দূরত্ব। সহস্রাধিক ভক্ত তাদের খেলা দেখতে জড়ো হয়েছিলেন।

কোরিচ নিজের শারীরিক অবস্থার জানান দিতে বেছে নেন টুইটার। ট্রেড মিলের পাশে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর বেশ কিছু দিন পার করে ফেলেছি। আমি সত্যিকার অর্থেই কৃতার্থ যে এখনও ভালো আছি, কোনও উপসর্গ দেখা যায়নি। আইসোলেশনের সময়টায় যারা ভালোবাসা ও সমব্যথী হয়ে ম্যাসেজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

এদিকে করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন জোকোভিচের কোচ ও সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন গোরান ইভানিসেভিচ। আদ্রিয়া ট্যুরে উপস্থিত ছিলেন তিনিও। ইভানিসেভিচ আরও বলেছেন, গত ১০ দিনে দুইবার টেস্টে নেগেটিভ এলেও এবার তার টেস্টের ফল পজিটিভ এসেছে।