জোকোভিচের কোচ ইভানিসেভিচেরও করোনা

জোকোভিচের সঙ্গে ইভানিসেভিচ। ছবি: টুইটারটেনিসের বর্তমান নাম্বার ওয়ান নোভাক জোকোভিচের কোচ তিনি। সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় বিতর্কিতভাবে আদ্রিয়া ট্যুর আয়োজন করতে গিয়ে আরও তিনজন খেলোয়াড়সহ জোকোভিচ নিজে যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সস্ত্রীক, তাই গোরান ইভানিসেভিচকে নিয়ে শঙ্কাটা ছিলই। ইভানিসেভিচের শরীরেও অবশেষে ধরা পড়লো করোনার অস্তিত্ব।

ইভানিসেভিচ বলেন, গত ১০ দিনে দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ ধরা পড়ার পর তৃতীয় পরীক্ষায় পজিটিভ এসেছে। ‘আমি সবাইকে বলতে চাই যে আমি যেহেতু করোনা পজিটিভ হয়েছি, সুতরাং আমার সংস্পর্শে যারা এসেছেন তাদের নিজেদের ও তাদের কাছের মানুষদের একটু বেশি সতর্ক থাকতে হবে’- নিজের টুইটার অ্যাকাউন্টে বলেছেন সাবেক ক্রোয়েশিয়ান টেনিস তারকা। শরীরে করোনা উপসর্গ না থাকলেও ৪৮ বছর বয়সী টেনিস কিংবদন্তি জানিয়েছেন, আইসোলেশনেই আছেন তিনি।

২০০১ সালে ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বলডনে অংশ নিয়ে শিরোপা জেতা ইভানিসেভিচ ২০১৯ সালে জোকোভিচের কোচ হয়েছেন। ২০০৪ সালে পেশাদার টেনিস ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হন, প্রথমে ২০১৩ সাল থেকে শুরু করে টানা তিনবছর কাজ করেছেন মারিও চিলিচের সঙ্গে।