ব্রায়ান লারাকে নিয়ে করোনা-গুজব!

ব্রায়ান লারা। করোনা আক্রান্ত হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা! সোশ্যাল মিডিয়ায় এমন খবরই পল্লবিত হতে শুরু করেছিল কিছুদিন ধরে। তবে সাবেক ক্যারিবীয় এই ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন, এসবই গুজব। তিনি করোনা পরীক্ষা করিয়েছেন, যার ফল নেগেটিভ এসেছে।

তবে এসব মিথ্যা সংবাদে একটু বিরক্তই হয়েছেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে লারা বলেছেন, ‘গুজবে তথ্য ছড়িয়েছে আমি করোনা পজিটিভ। এসব আমার নজরে এসেছে। তবে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন। এসব তথ্য শুধু মিথ্যাই নয়, করোনায় এরই মধ্যে সঙ্কটের মুখোমুখি হওয়া সমাজে এই ধরনের আতঙ্ক ছড়ানোটা ক্ষতিকরও বটে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আপনারা কেউ হয়তো ব্যক্তিগতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেননি। তবে মূল উদ্বেগের বিষয় হলো, এমন ভুল তথ্য আমার কাছের মানুষদের গভীর দুশ্চিন্তায় ফেলেছে। সংবেদনশীলতা তৈরি করতে এই ভাইরাসটি আমাদের নেতিবাচকভাবে ব্যবহার করা উচিত নয়। আশা করছি এবং প্রার্থনা করছি, যেহেতু নিকট ভবিষ্যতে এই করোনার হাত থেকে রেহাই পাচ্ছি না, তাই এই সময়ে সবাই নিরাদ থাকুন।'