মেসির চোটের সর্বশেষ অবস্থা জানালেন সেতিয়েন

চোটের পর এমনই অবস্থা হয়েছিল মেসির। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন লিওনেল মেসি। ব্যথায় কাতরাচ্ছিলেন সে সময়। তাতে তার চোট নিয়ে শঙ্কা দেখা দিলেও কোচ কিকে সেতিয়েন জানালেন, তেমন গুরুতর কিছু নয় সেই চোট। আশা করছেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বার্সার প্রাণভোমরা।  

নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ জিতে ৪-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগ জিতেছে ৩-১ গোলে। সেই ম্যাচটায় মেসি আলো ছড়িয়েছেন। তবে প্রথমার্ধের শেষ দিকেই তার চোট নিয়ে আঁতকে উঠেছিল বার্সা। বল ক্লিয়ার করতে গিয়ে মেসির পায়ে আঘাত করে বসেন নাপোলির সেনেগালিজ ডিফেন্ডার কাউলিবালি। সেই ইনজুরি নিয়ে বার্সা কোচ কিকে সেতিয়েন বলেছেন, ‘কড়া চ্যালেঞ্জের সময় মেসি পায়ে আঘাত পেয়েছে। আমার মনে হয় না এটা বড় কোনও সমস্যা হয়ে দাঁড়াবে।'

শুক্রবারই শেষ আটে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। প্রতিপক্ষ নিয়ে বার্সা কোচের মন্তব্য, ‘সব প্রতিপক্ষই শক্তিশালী, তাই সব ম্যাচই কঠিন হতে যাচ্ছে।’ তবে তিনি মনে করেন ম্যাচটা শুধু বার্সার জন্যই নয়, কঠিন হবে বায়ার্নের জন্যেও, ‘ম্যাচটা আমাদের জন্য কঠিন তো অবশ্যই। ওদের জন্যও একই অবস্থা হবে।’