নাহিদার কাছে করোনা-বিরতি কোনও সমস্যাই নয়

অনুশীলন করছেন নাহিদা। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ৫ মাস পর অনুশীলনে নেমেছেন নারী দলের বেশ কয়েকজন। মিরপুরেই অনুশীলনে রয়েছেন চার ক্রিকেটার। শুরুতে কিছুটা কষ্ট হলেও তাতে খুব বেশি সমস্যা দেখছেন না নাহিদা আক্তার। কারণ করোনা-বিরতির সময় মনোবিদের ক্লাস থেকে শক্ত থাকার দারুণ কিছু মন্ত্র পেয়েছিলেন।

দেশের জার্সিতে ১৫টি ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলা নাহিদা আক্তার সোমবার অনুশীলন করলেও মঙ্গলবার ছিল তার বিশ্রামের দিন। বাঁহাতি এই স্পিনার বুধবার আবার অনুশীলন করবেন।

এই ফাঁক পাওয়া সময়ে অনুশীলন নিয়ে নিজেদের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন তিনি, ‘কিছুদিন আগে আমরা স্পোর্টস সাইকোলোজির কিছু সেশন করেছি। সেখান থেকে শিখতে পেরেছি, যে কীভাবে আমরা এই সময়ে মানসিকভাবে শক্ত থাকতে পারবো। কীভাবে নিজেকে প্রস্তুত রাখবো। কারণ আমরা তো জানি না কবে নাগাদ পরিস্থিতি ঠিক হবে। আশা করি, আমাদের মানিয়ে নিতে সমস্যা হবে না।’

শুরুতে কষ্ট হলেও তা গায়ে লাগছে না নাহিদার। কারণ ঘরবন্দি জীবন পার করে দীর্ঘ বিরতির পর হোম অব ক্রিকেটে ফিরেছেন। তাই কষ্ট ছাপিয়ে বাড়তি ভালো লাগাই কাজ করেছে তার, ‘অনেক দিন পর মাঠে আসতে পেরে খুবই ভালো লাগছে। দীর্ঘ পাঁচ মাস পর আমরা মাঠে এসেছি, অনুশীলন করেছি, জিম-বোলিং করেছি। যদিও একটু কষ্ট হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বিসিবিকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য।’

প্রথম দিনের অনুশীলনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নাহিদা বলেছেন, ‘৫ মাস পর মাঠে বোলিং করেছি। একটু কষ্ট হয়েছে। তবে ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে।’