১৮ জনের সবাই করোনা নেগেটিভ

হোটেলে আসছেন ক্রিকেটাররা শ্রীলঙ্কায় যাওয়ার আগে চার দফা করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে শুক্রবার সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ কার হয়। শুক্রবার জাতীয় দলের ১৮ জন ক্রিকেটারের নমুনা নেয়, যাদের সবারই করোনা নেগেটিভ ফল এসেছে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের  কোভিড-১৯ পরীক্ষা করবে বিসিবি। দ্বিতীয় দফার প্রথম দিন ১৮ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়। আজ শনিবার বাকি ক্রিকেটারদের নমুন সংগ্রহ করেছে বিসিবি।

করোনা পরীক্ষায় নেগেটিভ আসা ক্রিকেটাররা রবিবার হোটেলে উঠবেন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে হোটেলেই কোয়ারেন্টাইন পালন করবেন ক্রিকেটাররা। ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার আগে আরও দুইবার করোনা পরীক্ষা করা হবে।

স্বাগতিক শ্রীলঙ্কা বিপক্ষে ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরুর সূচি রয়েছে। তবে দেশটিতে পৌঁছে কোয়ারেন্টাইন সময় নিয়ে পুরো সফরটিই এখন শঙ্কার মধ্যে রয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের শর্ত মেনে সফর করতে রাজি নয় বিসিবি, বিষয়টি জানিয়ে দেওয়ার পর এখন সফরের সিদ্ধান্ত নির্ভর করছে শ্রীলঙ্কার সিদ্ধান্তের উপর। তবে শোনা যাচ্ছে কোয়ারেন্টাইনের বিষয়ে শর্ত শিথিল করতে যাচ্ছে। আগামী ২/১ দিনের মধ্যে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানা যাবে।